অনলাইন ডেস্কঃ ইস্তাম্বুলের রেইনা নাইটক্লাবে হামলাকারী সন্দেহভাজন আইএস জঙ্গির ছবি প্রকাশ করেছে তুরস্ক পুলিশ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সন্দেহভাজনের ছবি।
সেখানে দেখা যাচ্ছে একজন কালো চুলের যুবককে। এ ছাড়াও আটজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটে। ইস্তাম্বুলের রেইনা নাইট ক্লাবে তখন সবাই বর্ষবরণের অনুষ্ঠানে মত্ত। ঠিক সেই সময়েই সান্তা ক্লজের ছদ্মবেশে হামলা চালায় এক বন্দুকবাজ। ভিড়ে ঠাসা নাইট ক্লাবের মধ্যেই গুলি ছুড়তে থাকে হামলাকারী। এ ঘটনায় প্রাণ হারান ৩৯ জন। আর আহত হন কমপক্ষে ৪০ জন।
