আমিন জাহানঃ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় মহিলা ক্রিকেট টিম গত সোমবার আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৪৬তম উপ-আঞ্চলিক স্কুল/মাদ্রাসা শীতকালীন ক্রিকেট প্রতিযোগিতা-২০১৭ সিলেট কে পরাজিত করে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় | আগামী ১৩ তারিখ সিলেট জেলা স্টেডিয়ামে তারা চট্টগ্রাম বিভাগের বিপক্ষে খেলবে।
উল্লেখ্য,মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় মহিলা ক্রিকেট টিম কুলাউড়া উপজেলা ও মৌলভীবাজার জেলাকে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে আসে।
স্কুল টিমের অধিনায়ক ৮ম শ্রেনীর ছাত্রী ইমা বেগম বলেন 'আমরা সাধ্যমত চেষ্টা করেছি, চট্টগ্রামের বিপক্ষে আমরা আমাদের সেরা খেলা উপহার দিব।'
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহেদ আলী জানান ' আমাদের মেয়েরা কঠোর পরিশ্রম করেছে যার প্রতিদানে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে। আশা রাখি সাফল্যের ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে।'
