যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ১৬

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ১৬
অনলাইন ডেস্কঃ ক্ষমতায় আসার পর প্রথম প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ট্রাম্প সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গ রাজ্য জর্জিয়া ও মিসিশিপিতে প্রবল ঝড়ে তছনছ চারিদিক। নিহত অন্তত ১৬ জন। আরো মৃত্যুর আশঙ্কা থাকছে। দক্ষিণ জর্জিয়ায় জারি হয়েছে বিশেষ সতর্কতা। এই ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বহু গাছ। খেলনার গাড়ির মতো গাড়ি উল্টে পড়েছে। ক্ষতিগ্রস্ত বেশকিছু বাড়িঘর। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ উদ্ধারকারী বাহিনী নামিয়েছে স্থানীয় সরকার। ধংসস্তুপ সরিয়ে উদ্ধার শুরু হয়েছে। আবারও সামুদ্রিক ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এমনই বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।

Post a Comment

Previous Post Next Post