ফের উষ্ণতা ছড়ালেন নায়লা নাঈম

ফের উষ্ণতা ছড়ালেন নায়লা নাঈম
বিনোদন ডেস্কঃ 'পাপা চিক চিক' নামে নায়লা নাঈমের নতুন একটি মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে। মিউজিক ভিডিওতে গান গেয়েছেন এইচএম রানা। জানা যায়, গত ২৬-২৭ ডিসেম্বর রাজধানীতেই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে।

রাজধানীর সোনারগাঁও রোডে লেজার ভিশনের অফিসে গতকাল অনানুষ্ঠানিভাবে মিউজিক ভিডিওটি ইউটিউবে ছাড়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গানের মডেল নায়লা নাঈম, গায়ক রানা, মিউজিক ভিডিওর ডিরেক্টর আশিকসহ সংগীত সংশ্লিষ্ট অনেকে।

Post a Comment

Previous Post Next Post