অনলাইন ডেস্কঃ বিকেলের পর মঙ্গলবার মধ্যরাতে ফের সিলেটের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। রাত ১২ টা ৫২ মিনিটের দিকে মৃদু ভূকম্পন অনুভূত হয়।
বিকেলের মতো তীব্রতা ছিলো না রাতের ভূমিকম্পে। বেশিরভাগ নগরবাসী ঘুমিয়ে থাকায় ও রাস্তাঘাট ফাঁকা থাকায় বিকেলের প্রতিক্রিয়াও রাতে দেখা যায়নি।
কয়েক সেকেন্ড স্থায়ী রাতের ভূমিকম্পে কয়েকটি মৃদু ঝাকুনি অনুভূত হয়। সিলেট আবহাওয়া অফিস রাতের ভূমিকম্পের মাত্রা জানাতে না পারলেও একটি বড় ভূমিকম্পনের পর ছোট ছোট এমন কম্পন অনুভূত হতে পারে বলে জানিয়েছে।
এরআগে মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ৩টা ৯ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্ব এবং আগরতলা থেকে ৭৬ কিলোমিটার পূর্বে।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ত্রিপুরার আম্বাসা এলাকায়, ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
ভূমিকম্পে আতঙ্কে ও তাড়াহুড়ো করতে গিয়ে ছাতক ও জগন্নাথপুরে দুজন মারা যান। এছাড়া কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে মাটি ফেটে যাওয়া, ভবন হেলে পড়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
