শীঘ্রই বাজারে আসবে কৃত্রিম কিডনি

অ্যান্টার্কটিকায় পাওয়া গেল ভিনগ্রহীদের জাহাজ!
অনলাইন ডেস্কঃ দীর্ঘদিন ধরে চেষ্টা করে তৈরি করা সম্ভব হয়েছে কৃত্রিম কিডনি। শীঘ্রই বাজারে আসবে এটি। কৃত্রিম কিডনি বাজারে এলে ডায়ালিসিসের যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে পারেন রোগীরা, প্রাণ বাঁচতে পারে অসংখ্য মানুষের।

মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া এই নকল কিডনি একাধিক পরীক্ষায় ইতিমধ্যেই পাশ করেছে। আমেরিকায় শতাধিক রোগীর শরীরে এই কিডনি ব্যবহার করে সুফল পাওয়া গেছে বলে জানিয়েছেন নকল কিডনির অন্যতম যৌথ আবিষ্কারক শুভ্র রায়।

তিনি জানিয়েছেন, এখন এই কৃত্রিম কিডনি আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিকঠাক চললে হাতের মুঠোর মাপের এই কিডনি আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই বাজারে চলে আসতে পারে।

কৃত্রিম এই কিডনি একেবারে আসল কিডনির মতোই কাজ করবে। মানুষের পেটের মধ্যেই তা বসানো থাকবে। রক্ত পরিশোধন করা ছাড়াও হরমোন উৎপাদন, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করার মতো সব কাজই করবে এই কৃত্রিম কিডনি।

ভারতের চেন্নাইতে একটি অনুষ্ঠানে এসে এমনই দাবি করেছেন নকল কিডনির অন্যতম আবিষ্কারক শুভ্র রায়। নতুন এই কিডনির বাইরে এমন একটি আবরণ রয়েছে যা রক্তকে পরিশোধন করে।

Post a Comment

Previous Post Next Post