স্টাফ রিপোর্টারঃ শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ এলাকার রাশিদিয়া শমসেরীয়া মাদ্রাসার বাউন্ডারি ওয়ালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাদ্রাসার ছাত্রদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে।
গত ২৪ জানুয়ারি দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুলাউড়া ও জুড়ী (আংশিক) উপজেলার জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি। এসময় উপস্থিত ছিলেন রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা সাংবাদিক মোক্তাদির হোসেন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (ইনক) এর সভাপতি আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী’র সহ-ধর্মীনি জেসমিন আলী, লন্ডন প্রবাসী মো. সাইফুল হক (খালেদ), মো. আশরাফুল হক (শফি), নারী কর্মি সুফিয়া হক, মমতাজ হাসান, ফাউন্ডেশনের সদস্য হাসিনা আক্তার, শিক্ষিকা সৈয়দা মজিরুন বেগম, মাদ্রাসা শিক্ষক আব্দুল মতিন, আব্দুল নূর, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুল মতলিব, সৈয়দ ইয়াসিন আলী, সৈয়দ আলী আহমদ, সৈয়দ কদর আলী, সৈয়দ তাহির আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।