স্টাফ রিপোর্টারঃ এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর আয়োজনে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এপেক্স প্রাথমিক বৃত্তি (এপেঃ অপু স্মৃতি) ২০১৬ইং এর ফল প্রকাশিত হয়েছে। গত ২০ জানুয়ারী শুক্রবার এপেক্স প্রাথমিক বৃত্তির কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান পিডিজি-৪ এপেঃ আক্তার হোসেন খান কুলাউড়া কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন। সর্বমোট ২৬ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। নিম্নে বৃত্তিপ্রাপ্ত পরীক্ষার্থীর রোল নাম্বার, নাম ও স্কুলের নাম উল্লেখ করা হলোঃ
প্রথম গ্রেড প্রাপ্তরা হলোঃ ১৭৬৮ মনীষা দেব রায়, সী বার্ড কিন্ডার গার্টেন। ১৭২৭ তায়্যিবা আননূন চৌধূরী, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৭২৫ এম এম সুপর্ণ সারওয়ার, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৭২৪ নাঈম সবুর সাফি, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৭৯৪ শুভ্রনীলা ভট্টাচার্য্য, আনন্দ বিদ্যাপীঠ, ১৫১৮ বিশাখ পাল, বিএএফ শাহীন কলেজ, ১৭৪৬ এস এম নাজমুল হাসান (নাফি), রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৭৮৩ মোঃ তাফহিম আহমদ, আল হেরা ক্যাডেট স্কুল এন্ড কলেজ, ১৫১৪ সোনিয়া রহমান, আইডিয়াল কিন্ডার গার্টেন, ১৮৩১ মোঃ মাহফুজ চৌধুরী, লিটল স্টার একাডেমী।
দ্বিতীয় গ্রেড প্রাপ্তরা হলোঃ ১৭৭৪ নুসরাত জাহান মীম, সী-বার্ড কিন্ডার গার্টেন, ১৭৬৫ মোহাম্মদ বিন তাজ সিয়াম, সী বার্ড কিন্ডার গার্টেন, ১৭৭৫ মীর ফাতেমা তাবাস্সুম মীমা, সী বার্ড কিন্ডার গার্টেন, ১৮৩০ সিদরাতুল মোরসালিন রিয়াদ, বশিরুল হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৭৯২ মোঃ তৌফিকুর রহমান মারজান, আনন্দ বিদ্যাপীঠ, ১৭৯১ শ্রাবণ দাস, আনন্দ বিদ্যাপীঠ।
তৃতীয় গ্রেড প্রাপ্তরা হলোঃ ১৫৮১ মুনতাছির মাহমুদ, বশিরুল হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৮৩২ মোঃ আরশাদ উদ্দিন রিফাত, লিটল স্টার একাডেমী, ১৭৭৮ তাহিয়া ইসলাম মুনা, আল হেরা ক্যাডেট স্কুল এন্ড কলেজ, ১৮১৮ হুজ্জাতুল কবির তোহফা, বশিরুল হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৭৩২ মেহরীন সুলতানা আলভী, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৭৬৪ সাহিদুল হক সোহাগ, সী বার্ড কিন্ডার গার্টেন, ১৭৮৭ সজিব বনিক (আপন), সানরাইজ কেজি স্কুল, ১৫১৭ অনন্যা ভট্টাচার্য্য, বিএএফ শাহীন কলেজ, ১৭৯৫ তাওশিন তাবাসুম অহনা, আনন্দ বিদ্যাপীঠ, ১৮১১ ফাইজা হক সুমাইতা, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়। খুব শীঘ্রই পরিক্ষার্থীদের একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।