কানাডা রাজনৈতিক আশ্রয়প্রার্থী গ্রহণের পরিমাণ বাড়াবে না

কানাডা রাজনৈতিক আশ্রয়প্রার্থী গ্রহণের পরিমাণ বাড়াবে না
অনলাইন ডেস্কঃ সম্প্রতি সাতটি মুসলিম দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে ডোনাল্ড ট্রাম্পের অস্থায়ী নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে কানাডা রাজনৈতিক আশ্রয়প্রার্থী গ্রহণের পরিমাণ বাড়াবে না। দেশটির ইমিগ্রেশন মন্ত্রী আহমেদ হোসেন রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি টুইট বার্তায় বিশ্বব্যাপী জল্পনা তৈরি হয়েছে যে, ট্রাম্পের অস্থায়ী নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে কানাডা অধিক সংখ্যক রিফিউজি নেবে বা কানাডা রিফিউজিদের জন্য দরোজা খুলে দিচ্ছে। এর প্রেক্ষিতে দেশটির ইমিগ্রেশন মন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন, তার মন্ত্রণালয় প্রতিটি আবেদন পরীক্ষা নিরীক্ষা করে মেরিটের ভিত্তিতে রিফিউজি হিসেবে গ্রহণের অনুমোদন দেবে। তবে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে আটকে পড়া যে কাউকেই কানাডা অস্থায়ীভাবে আশ্রয় দেবে। তবে এখন পর্যন্ত কানাডীয়ান সীমান্ত বা বিমানবন্দরে কেউই আটকে পড়েনি।

Post a Comment

Previous Post Next Post