অনলাইন ডেস্কঃ রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে আগুন লেগেছে। এতে মার্কেটের কয়েকশ' দোকান পুড়ে গেছে। এছাড়া এই ঘটনায় দ্বিতল ওই ভবনের একাংশ ধসে পড়েছে।
সোমবার দিনগত রাত ২টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। মঙ্গলবার সকাল সোয়া ৮টা পর্যন্ত ধোয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস হেড কোয়াটারের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনে দুইজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
