স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে “ডায়াবেটিক রেটিনোপ্যাথির ব্যবস্থাপনা ও প্রতিরোধ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) বিএনএসবি চক্ষু হাসপাতালের হল রুমে“বাংলাদেশ
ডায়াবেটিক সমিতি” এবং “বিস্ব ডায়বেটিক ফাউন্ডেশন” এর অর্থায়নে “বাংলাদেশ
ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বি ইউ এইচ এল)”-এর মোবাইল আই কেয়ার
প্রজেক্ট-এর আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে ডাক্তার, নার্স,
প্যারামেডিক, কমিউনিটি হেলথ প্রোভাইডার সহ মোট ১২০ জন প্রশিক্ষণার্থী
অংশগ্রহণ করেন। এতে “বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বি ইউ এইচ
এল)”-এর শিক্ষকগণ এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রশিক্ষণ প্রদান করেন।
অন্যান্যদের মধ্যে “বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বি ইউ এইচ
এল)”ভিসি প্রফেসর জনাব লিয়াকত আলী, আই কন্সালটেন্ট ডাঃ খুর্শেদ আলম, আই কন্সালটেনন্ট ডাঃ ইকবাল, প্রফেসর খুর্শেদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে বিএনএসবি মৌলভীবাজার-এর কার্যকারী কমিটির সদস্যবৃন্দ, মৌলভীবাজার
ডায়ারেটিক সমিতির সাধারণ সম্পাদক মেজর (অবঃ) আব্দুল মতিন, সাংবাদিকবৃন্দ
এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা
হয়।