জুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে; নিহত ২

জুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে; নিহত ২
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দু জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত্বর আহত ১ । সোমবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে ভুয়াই এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন চালক সাজিদ আলী (৩৪) ও হারুন মিয়া (৩২) আহত আলাউদ্দিন মিয়া (৩০) তাদের বাড়ি জুড়ি উপজেলায় বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শী জানান, রাতে জুড়ি থেকে আসার পথে ভুয়াই এলাকায় সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে গেলে ট্রাক চালকসহ, হেলপার নিহত হন ও এক গুরুত্বর আহত অপরজনকে উদ্বার কুলাউড়া হাসপাতালে আনা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post