সবচেয়ে আকাঙ্ক্ষিত তামিল অভিনেত্রী নয়নতারা

সবচেয়ে আকাঙ্ক্ষিত তামিল অভিনেত্রী নয়নতারা
বিনোদন ডেস্কঃ কথা নয় কাজে বিশ্বাসী, নয়নতারা। ভারতের দক্ষিণী চলচ্চিত্রের এই নায়িকাকে খুব কমই পার্টি, ইভেন্ট কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। ক্যারিয়ারের শুরু থেকেই কাজ নিয়ে থাকতে পছন্দ করেন তামিল, তেলেগু, মালায়াম ভাষার এ চলচ্চিত্র অভিনেত্রী। কঠোর পরিশ্রমের মাধ্যমে অল্প সময়েই পেয়ে গেছেন জনপ্রিয়তা।

সম্প্রতি চেন্নাই টাইমসের করা জরিপে সেরা আকাঙ্ক্ষিত অভিনেত্রীর তকমা পেয়েছেন তিনি। পরপর দুইবার তিনি এ তালিকায় সেরার স্থান দখল করেছেন।

এ প্রসঙ্গে নয়নতারা বলেন, পরপর দুই বার... সত্যিই খুব আনন্দ লাগছে। গত কয়েক বছর ধরে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। কখনো কখনো এটা মনে ভয় ধরিয়ে দেয়। কারণ, এতে অনেক দায়িত্বও কাঁধে এসে পড়ে, আমাকে আরও ভালো করতে হবে, আরও ভালো ছবি করতে হবে, আমাকে আরও ভালো মানুষ হতে হবে, আরও ভালো আচরণের অধিকারি হতে হবে।

কী কারণে এত আকাঙ্ক্ষিত জানতে চাইলে নয়নতারা বলেন, আমি কাজ করি এবং সেরাটা দেয়ার চেষ্টা করি। বাকিটা ভক্ত ও দর্শকদের ওপর নির্ভর করে। তাদের এবং আমার মধ্যকার শর্তহীন ভালোবাসাই আমাকে এখানে নিয়ে এসেছে। যা এখনো বিদ্যমান। এই শিল্পে প্রবেশের পর থেকে এটাই প্রথম সবার আগে চেয়েছি।

Post a Comment

Previous Post Next Post