কুলাউড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুলাউড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় কুলাউড়াও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকাল ১০টায় কুলাউড়া স্মৃতি সৌধ প্রাঙ্গনে দলীয় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় সংসদের কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি আব্দুল হক,বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবি এডভোকেট বদরুল হোসেন ইকবাল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা জাসদের যুগ্ম সম্পাদক আলমগীর আলম শাহান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাহাত সারওয়ার জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ জুনেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক হাসান আহমদ রাসেল, উপজেলা কমিটির সহ সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র বাবলু, কল্যাণ চন্দ্র পলাশ, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শুভ চৌধুরী, সম্পাদক জাকারিয়া আলম বাপ্পি সহ উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। পরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী শেষে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

Post a Comment

Previous Post Next Post