স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার সিরাজনগর চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক মজুরীর প্রায় ৩ লক্ষাধিক টাকা ব্যাংক থেকে তুলে বাগানে ফেরার পথে ছিনতাই করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাজার সিআরপি রোডে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এসময় ছিনতাইকারীর ধারালো অস্ত্রের কুপে বাগানের প্রধান করণিকসহ ২জন গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাগান ব্যবস্থাপক মানবেন্দ্র দেব রায় জানান, বাগানের চা শ্রমিকদের সাপ্তাহিক মজুরী প্রায় তিন লক্ষাধিক টাকা কুলাউড়া একটি ব্যাংক থেকে তুলে মোটরসাইলেযোগে বাগানে ফিরছিলেন প্রধান করণিক রিয়াজ উদ্দিন ও কেশব। ফেরার পথে সিআরপি রোডের নির্জন স্থানে তাদের গতিরোধ করে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসে।
সেখানে রিয়াজ উদ্দিনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম ঘটাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বার বার বাগান কর্তৃপক্ষকে মোটা অংকের টাকা পরিবহনের সময় পুলিশকে অবহিত করার অনুরোধ করা সত্ত্বেও বিভিন্ন বাগান ব্যবস্থাপক সেই নির্দেশনা অনুসরণ করেন না। ফলে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
