কুলাউড়ায় "2 Wheelerz" এর আত্মপ্রকাশ

কুলাউড়ায় "2 Wheelerz" এর আত্মপ্রকাশ
আমিন জাহানঃ গত ৩১ ডিসেম্বর ১৬ ইং কুলাউড়ার স্থানীয় উওর বাজারে কুলাউড়ায় প্রথম বাইকার বয়েজ নিয়ে "Ride safe stay safe" এই প্রতিপাদ্য কে সামনে রেখে "2 Wheelerz"এর কেক কেটে অভিষেক অনুষ্টান সম্পন্ন হল। প্রতিষ্টাতা জাহাংগীর বখস ও তায়েফুর রহমান (আরেফিন তায়েফ) এর উপস্থিতিতে ৪ জন উপদেষ্টা তায়েফুর রহমান(আরেফিন তায়েফ), জাহাংগীর বখস, সাজ্জাদ হোসেন সাদ্দাম বখস ও মামুনুর রশিদ পায়েল কে নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়। 
দশ জন এডমিন রুদ্র দে, ইমরান হোসেন, লাবিব হোসেন, রিপন বখস, জহিরুল ইসলাম জিসাম, সাইদুল ইসলাম নাছিম, ফাহাদ আহমেদ, শাহান মারুফ চৌধুরী, রিংকু বখস ও সালেখ আহমদ সহ ৪৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সদস্য বৃন্দ হলো ১.জহিরুল আবেদীন ২.ফাহাদ আহমেদ ৩.মুহিবুল হাসান ৪.আদনান আহমেদ ৫.রাইসুল হক ৬.খাইরুল ইসলাম ৭.সাঈফ রহমান ৮.তামিম জামান ৯.জিসান চৌধুরী ১০.জাকির খাঁন ১১.মনিরুজ্জামান সৈকত ১২.সিদ্দিকুর রহমান ১৩.আব্দুল ওয়াহিদ ১৪.আবেদ আহমদ ১৫.রিংকু বখস ১৬.আরেফিন শুভ ১৭.মো: মজনু আহমদ ১৮.সারজুল ইসলাম ১৯.ইমরান হোসেন ২০.সুমন চন্দ্র শীল ২১.মো:শরীফ ইসলাম ২২.এনামুল ইসলাম সুবহান ২৩.অনি চৌধুরী ২৪.মারজুক আহমদ ২৫.এইচ আর হাবিব ২৬.রাজু মল্লিক ২৭.সাগর আহমদ ২৮.সাদিক চৌধুরী অয়ন ২৯.তাহসিন জামান ৩০.ভুট্টো হাসিম ৩১.প্রিতু চৌধুরী ৩২.ইমামুল মুবিন চৌধুরী রুহিন ৩৩.পাবেল বখস ৩৪.রিপন চৌধুরী ৩৫.শাকিল চৌধুরী ৩৬.শাকিল আহমদ ৩৭.নাঈম আহমদ ৩৮.জায়েদ আহমদ ৩৯.অভি আহমদ ৪০.সুজন আহমদ ৪১.সাইরুল ইসলাম ৪২.তইবুল ইসলাম ৪৩.তুফায়েল আহমদ ৪৪.হৃদয় খাঁন ৪৫.সবুজ বখস ৪৬.বারাম মিয়া ৪৭.শাহীন আহমদ ৪৮.মাহমুদুর রহমান মান্না। #সংবাদ বিজ্ঞপ্তি

Post a Comment

Previous Post Next Post