নাসির থাকলে ফলাফলটা অন্যরকম হতো : বুলবুল

নাসির থাকলে ফলাফলটা অন্যরকম হতো : বুলবুল
স্পোর্টস ডেস্কঃ ‘দ্য ফিনিশার’ খ্যাত নাসির হোসেনকে নিয়ে এখন ফেসবুকে তোলপাড়। একদিকে নিউজিল্যান্ডে বাংলাদেশের ব্যাটসম্যানদের যাচ্ছেতাই পারফরম্যান্স, অন্যদিকে দেশে জাতীয় লিগে নাসিরের ডাবল সেঞ্চুরি। ফেসবুক রীতিমত সরগরম হয়ে উঠেছে। সবারই প্রায় বক্তব্য এক, নাসির থাকলে এমন পরিস্থিতি হয়তো হতো না বাংলাদেশ দলের।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলও মনে করেন, ফিনিশার নাসির দলে থাকলে আজ ফলটা ভিন্নরকমও হতে পারতো। তার মতে, নাসিরকে দলে না নেয়ার সিদ্ধান্তটা ছিল ভুল।

বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে নিয়মিত পারফরমার ছিলেন নাসির হোসেন। তখনই গুঞ্জন উঠেছিল, হয়তো নিউজিল্যান্ড সফরের দলে ডাক পাচ্ছেন তিনি। কিন্তু সব আশারই গুড়েবালি। নাসিরকে বিবেচনাই করা হলো না। সেই নাসির তার উপেক্ষার জবাব দিলেন জাতীয় লিগে ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি করে।

নেলসনের স্যাক্সটন ওভালে যখন বাংলাদেশের ব্যাটসম্যানরা একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসছিল, তখন সিলেটের স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের বোলারদের পিটিয়ে ডাবল সেঞ্চুরি তুলে নেন এই অলরাউন্ডার।

Post a Comment

Previous Post Next Post