কমলগঞ্জ পিএসি ও জেএসসি পরীক্ষায় সাফল্য

কমলগঞ্জ পিএসি ও জেএসসি পরীক্ষায় সাফল্য
হিফজুর রহমান তুহিনঃ মৌলভীবাজারের কমলগঞ্জে আনুষ্টানিক ভাবে পিএসসি ও জেএসসির ফলাফল সীট উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে হস্তান্তর করেন , পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে ফলাফল ঘোষনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসিতে ৪০২ জন এবং পিএসসিতে ২২৯ জন ও এবতেদায়িতে ৩ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জেএসসিতে পাশের হার শতকরা ৯২.৩৪ ভাগ, জেডিসিতে ৯৪.৭৯ ভাগ এবং পিএসসিতে শতকরা ৯৮.৫৭ ভাগ ও এবতেদায়িতে ৯০ ভাগ। জেএসসিতে ৪২০৭ জনের মধ্যে ৩৮৮৫ জন, জেডিসিতে ৩৮৪ জনের মধ্যে ৩৬৪ জন এবং পিএসসিতে ৫৮৪০ জনের মধ্যে ৫৭৫৭ জন ও এবতেদায়িতে ২৬০ জনের মধ্যে ২৩৪ জন পাশ করেছে।

জেএসসিতে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে ৮৬ জন জিপিএ-৫ সহ শতভাগ পাস করেছে। এছাড়া শতভাগ পাশ করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে-তেতইগাঁও রশিদউদ্দিন উচ্চ বিদ্যালয়, অভয়চরন উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়, ডালুয়াছড়া জুনিয়র উচ্চ বিদ্যালয়।রসিদ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।শ্রীরাম পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ।

Post a Comment

Previous Post Next Post