'দেশকে গড়ে তুলতে শাকিলের মতো মেধাবীদের প্রয়োজন ছিল'

'দেশকে গড়ে তুলতে শাকিলের মতো মেধাবীদের প্রয়োজন ছিল'
অনলাইন ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। আর এই অসাম্প্রদায়িক দেশকে আরো সুন্দর করে গড়ে তুলতে শাকিলের মতো মেধাবীদের প্রয়োজন ছিল। আমাদের দুর্ভাগ্য আমরা তাকে অকালেই হারিয়ে ফেলেছি। আজ সন্ধ্যায় রাজধানীর টিএসসি (ছাত্র সংসদ) মিলনায়তনে প্রয়াত ছাত্রলীগ নেতা ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্মরণ সভায় একথা বলেন তিনি।

শাকিলের স্মৃতিচারণ করে তিনি বলেন, শাকিল ছিলেন যুক্তির ভাষায় কঠিন আক্রমণ করা একজন মানুষ। যিনি যুক্তির মাধ্যমে যেকোনো কাজকে সহজ করে ফেলতেন। আর এটাই ছিলো তার বাহাদুরি। আমরা কি এখনো হলি আর্টিজান ও শোলাকিয়ার ঘটনা থেকে বেরিয়ে আসতে পেরেছি। এইসব ঘটনা থেকে বেরিয়ে আসতে শাকিলের মতো কলম যোদ্ধাদের প্রয়োজন আছে। আমি জানি না, কেন সে এতো দ্রুত আমাদের ছেড়ে চলে গেল?

শাকিলের স্মরণসভায় অধ্যাপক ডা.সামাদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post