'আমি দুঃখিত যে আমরা জিততে পারিনি'

'আমি দুঃখিত যে আমরা জিততে পারিনি'
অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, আমি অত্যন্ত দুঃখিত যে আমরা জিততে পারিনি। এই দুঃখ আমার দীর্ঘদিন থাকবে।
বুধবার বাংলাদেশ সময় ৯টা ৪৫ মিনিটের দিকে নিউইয়র্কে তিনি এ কথা বলেন।
বিজয়ী নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে তিনি বলেন, ট্রাম্পকে অনেক ধন্যবাদ। আশা করবো, তিনি আমেরিকার জন্য ভালো প্রেসিডেন্ট হবেন।
তার সঙ্গে মিলে দেশের হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সেই সঙ্গে সমর্থক ও দেশের নাগরিকদের ধন্যবাদ জানান তিনি।
এর আগে দেশটির ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ২৮৯ ইলেক্টোরাল কলেজের ভোট পেয়ে বিজয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮ ইলেক্টোরাল কলেজ।
একই সঙ্গে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ও নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকান শিবির।

Post a Comment

Previous Post Next Post