বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা থানার নবনির্মিত আধুনিক ভবনের উদ্বোধন শেষে বিশাল সুধী সমাবেশে যোগ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
(২৯ নভেম্বর) মঙ্গলবার ৩টায় বড়লেখা থানা প্রাঙ্গনে সুধী সমাবেশের কার্যক্রম শুরু হলে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন।
সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন,মৌলভীবাজার-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন মৌলভীবাজার-০৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন,বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান,মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম,মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ শাহজালাল,মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,জেলা আ’লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ।
এছাড়াও সুধী সমাবেশে সরকারী-বেসরকারী উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।