রবিরবাজার নোবেল একাডেমির উদ্বোধন



রবিরবাজার নোবেল একাডেমির উদ্বোধন
স্টাফ রিপোর্টার: উন্নতমানের শিক্ষা ব্যবস্থা প্রসারের লক্ষ্যে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারস্থ নোবেল একাডেমি' আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে ২৮ নভেম্বর সোমবার বাদ যোহর স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনীতিবিদ, সমাজসেবক সুশীল সামাজের প্রতিনিধিদের মিলন মেলায়  খতমে কোরআন মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে নোবেল একাডেমি আনুষ্টানিক যাত্রা শুরু করে এসময় উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান নাবাব আলী বাকর খান, গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, রবিরবাজার মাদ্রাসার অধ্যক্ষ মাও আব্দুল জব্বার, লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যাপক্ষ নাজমুল ইসলাম, নোবেল একাডেমির পরিচালক ডা.বিপ্রজিৎ অধ্যক্ষ সৈয়দ আব্দুর রহমান, লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম রুবেল, আলী আমজদ উচ্চ বিদ্যালয় কলেজের সহকারী প্রধান শিক্ষক শুশাংক শেখর গোস্বামী, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল মনাফ সাধারণ সম্পাদক আবু: মো: নাসির, সাবেক ইউপি সদস্য মুয়ূব হুসেন, এলাকার বিশিষ্ট মুরব্বি মো. আব্দুর রজ্জাক, বিএনপি নেতা মো. মাসুক আহমদ, জাসদ নেতা আব্দুল গফ্ফার কায়ছুল, সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম ফয়েজ, রবিরবাজার মাদ্রাসার ইমাম মাও ইয়াছিন আলী, সেতু সমবায় সমিতির পরিচালক বাবুল আহমদ, সেতু সমবায় সমিতির সভাপতি আজমল হোসেন চৌধুরী বাতেন, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সদস্য মাহবুবুর রহমান রুবেল, ইনতাজ আলী, আহসান হাবীব, নাসির উদ্দিন আহমদ চৌধুরী রাজু, আহমেদ মোনায়েম মান্না প্রমূখ

Post a Comment

Previous Post Next Post