চাবুক মারা হলো সৌদি যুবরাজকে

চাবুক মারা হলো সৌদি যুবরাজকে
অনলাইন ডেস্কঃ এক ব্যক্তিকে হত্যার দায়ে মাত্র এক সপ্তাহ আগে সৌদি আরবে এক যুবরাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এবার আইন ভঙ্গের দায়ে চাবুক মারা হলো আরেক সৌদি যুবরাজকে। বুধবার দৈনিক পত্রিকা ওকাজের উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজ এ খবর প্রকাশ করেছে।

সোমবার বিকেলে জেদ্দার রেড সি শহরের একটি কারাগারে ওই যুবরাজকে চাবুক মারা হয়। চাবুক মারার আগে স্বাস্থ্যপরীক্ষা করা হয় যুবরাজের। স্বাস্থ্য পরীক্ষায় যুবরাজের কোনো সমস্যা ধরা পড়েনি। এরপরই চাবুক মারা সিদ্ধান্ত নেয়া হয়।

শুধু চাবুক মারাতেই ক্ষান্ত থাকেনি কর্তৃপক্ষ, যুবরাজকে কারাদণ্ড দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে কী অপরাধের জন্য ওই যুবরাজকে চাবুক মারা হয়েছে এবং কারাদণ্ড দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি। ওই যুবরাজের নামও এখনো প্রকাশ করা হয়নি। এ নিয়ে সৌদি আইন মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করেনি।

Post a Comment

Previous Post Next Post