নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলাকালে হাতব্যাগ চুরি যাওয়ার ঘটনার দুইদিনের মাথায় সে ব্যাগ উদ্ধার করে দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারা।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারা।
বুধবার সন্ধ্যায় রাষ্ট্রদূত নেদারল্যান্ড এম্বাসি ঢাকার অফিশিয়াল ফেসবুকে ধন্যবাদ জানিয়ে পুলিশ কর্মকর্তার সাথে হ্যান্ডশেকের একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে লিওনির হাস্যোজ্জ্বল মুখই বলে দিচ্ছে তিনি পুলিশের ওপর কতটা সন্তুষ্ট হয়েছেন।
পোস্টের মাধ্যমে তিনি বাংলাদেশ সরকার, কূটনৈতিক পুলিশ, যারা ছবি শেয়ার করে সমব্যথী হয়েছেন সকলের প্রতি গভীর কৃতার্থ হয়েছেন।
বুধবার মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা রাষ্ট্রদূতের চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করেন। একই সঙ্গে চুরির সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত সোমবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আলোকচিত্র প্রদর্শনী ‘ফ্রিডম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারির হাতব্যাগ চুরি যায়। কাউন্টার ফটো নামের একটি আলোকচিত্র সংগঠন নিজেদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশি-বিদেশি ১০ জন তরুণ আলোকচিত্রীর তোলা ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করে।