শিশুটিকে বাঁচাল কুকুরের দল!

শিশুটিকে বাঁচাল কুকুরের দল!
অনলাইন ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে এক পরিত্যক্ত সদ্যোজাত মেয়ে শিশুর জীবন বাঁচালো একটি কুকুরের দল। জানা যায়, গত শনিবার সকালে প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছিলেন মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের শিক্ষক উল্লাস চৌধুরী। হঠাৎ শিশুর কান্না শুনে তিনি থমকে যান। পথের পাশে ঝোপের আঁড়ালে উঁকি দিতেই চমকে ওঠেন উল্লাস। এক সদ্যোজাত শিশুকে ঘিরে রেখেছে চারটি কুকুর! এবেবারে অক্ষত শিশুটি কেঁদে যাচ্ছে। এই সময় উল্লাসকে দেখে কুকুরগুলো লেজ নেড়ে স্বস্তির আশ্বাস পেলল।
এই ঘটনা পর উল্লাস চৌধুরী এলাকাবাসীদের খবর দেন। প্রতিবেশী পারভিন সেন এসে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান।
উল্লাস জানিয়েছেন, শিশুটিকে নিরাপদ আশ্রয়ে না পাঠিয়ে ঘটনাস্থল থেকে কুকুরগুলো নড়েনি। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় শিশুটিকে।

Post a Comment

Previous Post Next Post