ফিজিওথেরাপির জন্যে খাদিজা সিআরপিতে

ফিজিওথেরাপির জন্যে খাদিজা সিআরপিতে
নিউজ ডেস্কঃ  বাম হাত ও পা এখনও অবশ থাকার কারণে ফিজিওথেরাপির জন্যে খাদিজা বেগম নার্গিসকে স্কয়ার হাসপাতাল থেকে সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)তে স্থানান্তর করা হচ্ছে।

আজ সোমবার (২৮ নভেম্বর) খাদিজাকে সিআরপিতে নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন তাঁর বাবা মাসুক মিয়া।

স্কয়ার হাসপাতালের পরিচালক মেডিকেল সার্ভিসেস অধ্যাপক ডা. মির্জা নাজিম উদ্দিন বলেন, খাদিজার শারীরিক অবস্থা এখন ভালো। মেডিকেল বোর্ড খাদিজার শারীরিক অবস্থা পর্যালোচনা করে দেখেছে- তার জেনারেল ও নিউরাল অবস্থা ভালো হয়েছে। তাকে এখন আর স্কয়ার হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজন নেই। তার শরীরের বাম অংশটা অবশ হয়ে আছে। এ জন্য ফিজিওথেরাপি প্রয়োজন। তাহলে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খাদিজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে ৪ অক্টোবর সকালে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বদরুলকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থায়ীভাবে বহিষ্কার করেছে। সে বর্তমানে কারাগারে। এবং কেন্দ্রীয় ছাত্রলীগ বদরুল তাদের দলের কেউ নয় বলে দাবি করেছে।

Post a Comment

Previous Post Next Post