প্রকাশ হলো শাহরুখ-আলিয়ার নতুন গান (ভিডিও)

প্রকাশ হলো শাহরুখ-আলিয়ার নতুন গান
বিনোদন ডেস্কঃ প্রকাশ হলো শাহরুখ ও আলিয়া ভাট অভিনীত নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগি’ ছবির আরো একটি গান। বলিউডের নভেম্বর মাসের সেরা চমক হতে যাওয়া এই ছবিটির এই নিয়ে দ্বিতীয় গান প্রকাশিত হলো।

এর আগে ছবিটির ৩টি টিজার ও ‘ডিয়ার জিন্দেগি’ শিরোনামেই একটা গান প্রকাশ করা হয় দর্শদের জন্যে।

‘জাস্ট গো টু হেল দিল’ শিরোনামে আসা এই নতুন গানটি লিখেছেন কাওসার মুনীর ও সুর করেছেন অমিত ত্রিবেদী। গানটিতে কণ্ঠ দিয়েছে সুনিধী চৌহান। আজ বৃহঃস্পতিবার (১০ নভেম্বর) রেড চিলি এন্টারটেইনমেন্টের ইউটিউব পেজে গানটি প্রকাশ করা হয়।

প্রথমবারের মতো জুটিবদ্ধ হওয়া বলিউড সুপারস্টার শাহরুখ খান ও আলিয়া ভাট অভিনীত নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগি’র রুপালি পর্দার অভিষের আর বাকি মাত্র ১৫ দিন। আগামী ২৫ নভেম্বর পেতে যাচ্ছে এই রোমান্টিক ঘরনার ছবিটি। 

Post a Comment

Previous Post Next Post