হিফজুর রহমান তুহিনঃ গত শনিবার ২৬ নভেম্বর দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে রবি/ ২০১৬-১৭ মৌসুম ও পরবর্তী
খরিপ/১ মৌসুমে বোরো ধান ও মুগ ডাল উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক
চাষীদের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যাক্ষ মো: আব্দুস শহীদ এমপি।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পরিচালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
অধ্যাপক রফিকুর রহমান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল,
কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা
কৃষি কর্মকর্তা সামসুদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, ছাত্রলীগ
সভাপতি সানোয়ার হোসেন, কৃষক আনোয়ার হোসেন প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা
সামসুদ্দিন জানান, ১৫০ জন কৃষককে বোরো ধান চাষের জন্য ৫ কেজি বীজ, ডিএ সার
২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে প্রত্যেক কৃষককে দেয়া হয়।