বরমচাল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি খয়রুল আমীন

বরমচাল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি খয়রুল আমীন
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পেয়ছেন মো: খয়রুল আমীন। তিনি বরমচাল ইউনিয়নের দক্ষিণ রাউৎগাঁও (মাধবপুর) গ্রামের বাসিন্দা।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী এখন থেকে খয়রুল আমীন আগামী দুই বছরের জন্য ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সদস্য সচিব অধ্যক্ষ ফজলুল হক, সাধারণ শিক্ষক সদস্য মো: জয়নাল আবেদীন, মো: মনির উদ্দিন আহমদ, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য ফেরদৌসী সুলতানা, মো: হীরা মিয়া, মাছুম আহমদ চৌধুরী, আব্দুল জহুর ডেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য কাঞ্চন রানী নাথ, দাতা সদস্য হাজী আনার উদ্দিন। শিক্ষানুরাগী সদস্য পরিষদের বৈঠকের পর সিদ্ধান্ত হবে।

উল্লেখ্য, এর আগে দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বরমচাল ইউপি’র বর্তমান চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাজাহান। গত ২৭ অক্টোবর তাঁকে অব্যাহতি প্রদান করে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খয়রুল আমীনকে এ দায়িত্ব অর্পণ করেন।

Post a Comment

Previous Post Next Post