স্টাফ রিপোর্টারঃ দক্ষিন অঞ্চলের প্রচীনতম বিদ্যাপিঠ গজভাগ আহম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারাম্যান আসম কামরুল ইসলাম। আসম কামরুল ইসলামকে গভর্নিংবডির সভাপতি চুড়ান্ত করে লিখিত অনুমোদন দেয় সিলেট শিক্ষা বোর্ড।
এদিকে সভাপতি হিসাবে প্রথম সভায় অংশ নেন গত ১২ নভেম্বর। এসময় বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সর্ম্পকে একটি লিখিত প্রতিবেদন পাঠ করে সভাপতিকে অবগত করেন অধ্যক্ষ মো. তাজুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতার উত্তরাসূরী ও দাতা সদস্য মো. আখদ্দছ আলী (মাষ্টার), শিক্ষানুরাগী সদস্য ও ম্যনেজিং কমিটির সাবেক সভাপতি মো. আপ্তাব আলী (সর্দার), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ বাস্তবায়ন কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট কমিউনিটি নেতা সংযুক্ত দুবাই প্রবাসী মো. নজরুর ইসলাম লিটন, গর্ভনিংবডির সদস্য মো. আতিকুর রহমান (আঙ্গুর), শেখ মো. মনোহর আলী, আশিকুর রহমান রাজু, ডা.হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মাও ফারুক আহমদ (কলেজ) ও রফিকুল ইসলাম (স্কুল), কলেজ বাস্তবায়ন কমিটির সিনিয়র সদস্য ও সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল ফয়েজ, কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক এম. এ. কাইয়ুম প্রমূখ।
এদিকে সভাপতি হিসাবে প্রথম সভায় অংশ নেন গত ১২ নভেম্বর। এসময় বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সর্ম্পকে একটি লিখিত প্রতিবেদন পাঠ করে সভাপতিকে অবগত করেন অধ্যক্ষ মো. তাজুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতার উত্তরাসূরী ও দাতা সদস্য মো. আখদ্দছ আলী (মাষ্টার), শিক্ষানুরাগী সদস্য ও ম্যনেজিং কমিটির সাবেক সভাপতি মো. আপ্তাব আলী (সর্দার), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ বাস্তবায়ন কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট কমিউনিটি নেতা সংযুক্ত দুবাই প্রবাসী মো. নজরুর ইসলাম লিটন, গর্ভনিংবডির সদস্য মো. আতিকুর রহমান (আঙ্গুর), শেখ মো. মনোহর আলী, আশিকুর রহমান রাজু, ডা.হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মাও ফারুক আহমদ (কলেজ) ও রফিকুল ইসলাম (স্কুল), কলেজ বাস্তবায়ন কমিটির সিনিয়র সদস্য ও সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল ফয়েজ, কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক এম. এ. কাইয়ুম প্রমূখ।