ইমাদ উদ দীনঃ
জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে সরগরম মৌলভীবাজারের সুশিল সমাজ।
নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন। কোন দল কাকে সমর্থন দিচ্ছে। জেলা জুড়ে
নির্বাচক মন্ডলীর কাছে রয়েছে কোন প্রার্থীর কেমন গ্রহণ যোগ্যতা। কোন কোন
প্রার্থীর মধ্যে হবে নির্বাচনী লড়াই। এমন সব নানা আলোচনা সমালোচনায় চলছে
স্থানীয় সুশিল সমাজের নির্বাচনী তর্কযুদ্ধ। প্রবাসী অধ্যুষিত এ জেলার
প্রবাসীরাও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান কিংবা সদস্য পদে প্রার্থী হতে
অথবা প্রার্থীর পক্ষে সর্মথন দিতে চালাচ্ছেন প্রচারণা। নির্বাচনকে উপলক্ষ্য
করে তারা আসছেন দেশে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ভোটারদের কাছে ততই
দীর্ঘ হচ্ছে প্রার্থীদের তালিকা। প্রতিদিনই শোনা যাচ্ছে সম্ভাব্য
চেয়ারম্যান ও সদস্য (পুরুষ ও মহিলা) প্রার্থীদের নাম। তফশিল ও নির্বাচন
সংশ্লিষ্ট অনান্য আনুষ্ঠানিক কাজের তারিখ ঘোষিত না হলেও নির্ধারণ হয়েছে ২৮
ডিসেম্ভর নির্বাচন। নির্বাচনের দিনক্ষন নির্ধারন হওয়ায় ব্যস্ত হয়ে উঠেছেন
প্রার্থীরা। দলীয় সমর্থন পেতে প্রার্থীদের চলছে দৌড়ঝাঁপ। দলের নেতৃবৃন্দের
মন জয়ে চলছে নানা তদবির। আর দোয়া ও আর্শিবাদ নিতে ছুটছেন নির্বাচকমন্ডলীর
সদস্য (ভোটার)দের বাড়িতে। নানা কৌশলে চলছে নির্বাচনী মাঠ জরিপ। আসন্ন এই
নির্বাচন দেশের প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন। আর ইলেক্টোরাল কলেজ
পদ্ধতিতে ভোট হওয়ায় তা বোধগম্য হচ্ছেনা সর্বসাধারণের। তাই নির্বাচনের
দিনক্ষণ নির্ধারিত হলেও জন সমাগম স্থলগুলোতে নেই তেমন জমজমাট নির্বাচনী
আলোচনা। ভোটার সংখ্যা সীমিত থাকায় স্থানীয় পর্যায়ে সর্বশ্রেণীর মানুষের
কাছে তাই অনান্য ভোটের মত এই ভোটের আমেজ ছড়াচ্ছে কম। জেলা নির্বাচন অফিস
সুত্রে জানা যায় জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা
মিলে গঠন হয়েছে ১৫টি ওর্য়াড। আর ৯৪৩ জন নির্বাচকমন্ডলীর সদস্য (ভোটার)।
সীমানা ও নির্বাচক মন্ডলীর সদস্য নির্ধারণের পর জেলা পরিষদ চেয়ারম্যান ও
সদস্য (পুরুষ ও মহিলা) পদে প্রার্থীরা মাঠে নেমেছেন। সময় যত বাড়ছে ততই
বাড়ছে প্রার্থীদের সংখ্যা। জেলা পরিষদ চেয়ারম্যান একজন, ১৫ জন সদস্য ও
সংরক্ষিত আসনের ৫ জন নারী সদস্য নিয়ে গঠন হবে জেলা পরিষদ। গেল কয়েক সপ্তাহ
জুুড়ে ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ আর গণমাধ্যমে চলছে প্রচারণা।
অনুসন্ধানে এ পর্যন্ত জেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে
মাঠে আলোচনায় যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন। বর্তমান জেলা পরিষদ
প্রশাসক, সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীণ রাজনীতিবীদ বীর
মুক্তিযোদ্ধা আলহাজ মো: আজিজুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক
সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী ও রাজনীতিবীদ
বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব,সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের
চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী এম এম শাহীন, সাবেক জেলা ছাত্রলীগের
সভাপতি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবীদ ও সমাজসেবক মো:
ফিরুজ,যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের
সদস্য শিক্ষানুরাগী এম এ রহিম (সি আই পি),ঐক্যবদ্ধ নাগরীক ফোরাম
মৌলভীবাজারের চেয়াম্যান,বিশিষ্ট সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি
নেতা সুহেল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বাংলার দিন
পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক বকশী ইকবাল আহমদ,জাতীয় পার্টির কেন্দ্রীয়
কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুল
আল শামীম,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দেওয়ান মিসবাউল মজিদ কালাম,
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির
কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক প্রবাসী আহমদ রিয়াজ। তবে এসকল
প্রার্থীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে চেয়ারম্যান পদে তাদের
প্রার্থীতার কথা স্বীকার করে তারা জানান মাঠে যেটি শোনা যাচ্ছে সেটি হয়ত
সময় সাপেক্ষে বাস্তবায়ন হবে। তবে এক্ষেত্রে ২-৩ জন প্রার্থীর ভিন্নমত। তারা
জানালেন মাঠ জরিপ এবং সার্বিক অবস্থা যদি তাদের অনুকূলে থাকে তবেই নাকি
তারা নির্বাচনে প্রার্থী হবেন।