কী থাকছে ট্রাম্প টাওয়ারের অন্দর মহলে?

কী থাকছে ট্রাম্প টাওয়ারের অন্দর মহলে?
অনলাইন ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের অতীত পরিচয় তিনি রিয়্যাল এস্টেট ব্যবসায়ী। দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে তার সিগনেচার স্টাইল ট্রাম্প টাওয়ার। তেমনই দুটি বিলাসবহুল বহুতল তৈরি হচ্ছে ভারতের মুম্বাই আর পুনেতে।

ট্রাম্প টাওয়ার, দুনিয়ার সেরা ধনকুবের আর নামজাদা সেলিব্রিটিদের পছন্দের ঠিকানা। ঠিক কেমন হয় সেই সব বাড়ি যার সঙ্গে জড়িয়ে আছে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের নাম?

আধুনিক, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, শপিং কমপ্লেক্স থেকে বিমান ওঠানামার ব্যবস্থা সব থাকে এই বাড়িগুলিতে। তেমন বাড়ি তৈরি হচ্ছে মুম্বাইয়ের ওরলিতে আরব সাগরের তীরে।
সতের একর জমিতে লোঢা গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে পঁচাত্তর তলা এই বাড়ি। ৪০০টি অ্যাপার্টমেন্ট থাকছে এই বাড়িতে। প্রতিটিই বিলাসবহুল। বাড়ির বাইরের সোনালি রঙ থেকে অন্দর সজ্জা প্রতিটি অংশে ট্রাম্প গ্রুপের ঐশ্বর্যের ছোঁয়া।

Post a Comment

Previous Post Next Post