পাকিস্তানকে চাপে ফেলতে চীনের সঙ্গে ভারতের মহড়া

পাকিস্তানকে চাপে ফেলতে চীনের সঙ্গে ভারতের মহড়া
অনলাইন ডেস্কঃ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালানোর প্রস্তুতি নিতে ১৬ নভেম্বর থেকে যৌথ মহড়ায় নামছে ভারত ও চীন। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ বাড়ানো ও বিতর্কিত অঞ্চলগুলোর সমস্যার সমাধানও এই মহড়ার উদ্দেশ্য। ভারতের পক্ষ থেকে এই মহড়ায় অংশ নেবে পুনের সাউদার্ন আর্মি কমান্ড। সন্ত্রাস রুখতে ও জঙ্গি দমনে কী ধরনের কৌশল নেয়া যেতে পারে সেটাই দেখানো হবে এই মহড়ায়।

চলতি সপ্তাহে নয়াদিল্লিতে মুখোমুখি হয় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। সীমান্তে সন্ত্রাস ঠেকাতে ভারতীয় সেনার সঙ্গে হাত মেলানোর আশ্বাস দিয়েছে চীন। পাকিস্তান চীনকে নিজেদের বন্ধু দেশ হিসেবে দাবি করে। বর্তমানে ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক খুব একটা ভালো নয়। তাই চীনের সঙ্গে ভারতের এই যৌথ মহড়া পাকিস্তানকে যথেষ্ট চাপে রাখবে বলে ধারণা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post