প্রকাশ্যে মদ্যপানের অপরাধে দু’জনের কারাদন্ড

প্রকাশ্যে মদ্যপানের অপরাধে দু’জনের কারাদন্ড
নিউজ ডেস্কঃ প্রকাশ্যে মদ্যপানের অপরাধে দু’জনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন মৌলভীবাজারের বড়লেখায় উপজেলার রফিনগর গ্রামের নূর আহমদের ছেলে তায়েফ আহমদ (২৫) ও একই এলাকার মৃত মন্তজির আলীর ছেলে আজিম উদ্দিন (৫০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রফিনগর এলাকায় বৃহস্পতিবার রাতে তায়েফ আহমদ ও আজিম উদ্দিন প্রকাশ্যে মদ্যপান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেপ্তার করে। রাতেই ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করলে আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১০ (২) ধারা লঙ্ঘন করায় ২২ (ঘ) ধারায় উভয়কে ৭দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস।

Post a Comment

Previous Post Next Post