আগামী ৬ দিন ইন্টারনেট সেবা ব্যহত হতে পারে

আগামী ৬ দিন ইন্টারনেট সেবা ব্যহত হতে পারে
অনলাইন ডেস্কঃ সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুর প্রান্তের রক্ষণাবেক্ষণের কাজ করার কারণে আজ ৯ নভেম্বর থেকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত দেশের ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।
বুধবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বুধবার দুপুর ২টা থেকে ১৪ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দেশের ইন্টারনেট সেবার সাময়িক বিঘ্নিত হতে পারে।
তবে কোম্পানিটি জানিয়েছে বিকল্প উপায়ে তারা ইন্টারনেট সেবা চালু রাখার কাজ করে যাবে।
প্রসঙ্গত, সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুর প্রান্তের রক্ষণাবেক্ষণের দ্বিতীয় ধাপের কাজ এটি। প্রথম ধাপের কাজ গত ২০ অক্টোবর শুরু হয়ে ২৭ অক্টোবর শেষ হয়। আর এর তৃতীয় ধাপের কাজ শুরু হবে ২১ নভেম্বর। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

Post a Comment

Previous Post Next Post