কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতি কালে আটক ৪

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতি কালে আটক ৪
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যয়, (০৭ নভেম্বর) সোমবার রাত সাড়ে ১১টায় ভাটেরায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম,পুলিশ পরিদর্শক (তদন্ত) বিনয় ভূষন রায়ের নেতৃত্বে ভাটেরা-ফেঞ্চুগঞ্জ রোডের প্রাইভেটকার ষ্ট্রান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হলেন,বরমচাল ইউনিয়নের নন্দনগর গ্রামের হারিছ আলীর ছেলে কামরুল আলী (২০),দক্ষিণ ইসলামাবাদ গ্রামের আবেদ খান (১৮),শরীফপুর ইউনিয়নের হারুন মিয়ার ছেলে হোসেন আহমদ (১৮),জাহাঙ্গীর মিয়ার ছেলে সোহেল মিয়া (২০)।

কুলাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা পিপিএম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের জিঙ্গাসাবাদ শেষে আইন অনুযায়ী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post