নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমানকে বদলি করা হয়েছে। পুলিশের প্রধান কার্যালয় থেকে গত বুধবার তার বদলির আদেশটি মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে আসে। শ্রীমঙ্গল থানা থেকে তাকে ঢাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অবিলম্বে যোগ দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২রা ডিসেম্বরের মধ্যে তাকে ঢাকা এপিবিএনে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল জানান, শ্রীমঙ্গল থানার ওসির বদলি আদেশটি বুধবার তিনি পেয়েছেন। তাকে অবিলম্বে এপিবিএনে যোগ দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলায় শহর ও শহরতলীতে সমানতালে চুরি-ডাকাতি বৃদ্ধি,বিএনপি সমর্থকদের সাথে বিশেষ সখ্যতা,সরকার দলীয় নেতা কর্মীদের সাথে অশালীন আচরন, ডাকাতির মামলা না নিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারের নানাবিদ হয়রানি, থানায় দালাদের দৌরাত্ম্যের অভিযোগে মো. মাহবুবুর রহমানকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন শ্রীমঙ্গল ছাত্রলীগ,যুবলীগ,সহ সচেতন নাগরিক সমাজ মাজ ।