পরীমণির রক্ত এবার 'বাংলা'য়

পরীমণির রক্ত এবার 'বাংলা'য়
বিনোদন ডেস্কঃ শিরোনাম দেখে অনেকেই চমকে উঠতে পারেন। কেউ কেউ ভুরু কুঁচকে বলতে পারেন জাজ মাল্টিমিডয়ার বহুল আলোচিত এই ছবিটি বাংলা ভাষাতেই তো মুক্তি পেয়েছিল, তাহলে নতুন করে আবার বাংলায় কেন? বিষয়টি তাহলে একটু পরিষ্কার করেই বলতে হয়। এখানে বাংলা মানে পশ্চিমবঙ্গ। অর্থাৎ আগামী ডিসেম্বরে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পরীমণি অভিনীত 'রক্ত' ছবিটি।

জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটি গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায়। এর মাধ্যমে অ্যাকশন লেডি হিসেবে আবির্ভুত হন হালের আলোচিত ও আবেদনময়ী অভিনেত্রী পরীমণি। এই ছবিতে তার অভিনয় যথেষ্ট নজর কাড়ে বোদ্ধাদের। এবার বোঝা যাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে ভক্ত সংখ্যার তালিকা কত বড় করতে পারেন পরীমণি।

Post a Comment

Previous Post Next Post