মিয়ানমারে আটক বাংলাদেশি ৩ জেলে

মিয়ানমারে আটক বাংলাদেশি ৩ জেলে
অনলাইন ডেস্কঃ তিন দিন ধরে মিয়ানমারে আটকা রয়েছে বাংলাদেশি ৩ জেলে। গত বুধবার সন্ধ্যায় নাফ নদীতে জালের খুটি পুঁততে গিয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের হাতে তারা আটক হন।

এরা হলেন, টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার কবির আহমদের ছেলে হামিদ হোসেন (৪০), একই এলাকার মোঃ ইসলামের ছেলে মোঃ ইসমাইল কালাইয়া (৩২), দক্ষিন জালিয়া পাড়ার সেকান্দার আলীর ছেলে নুর হোসেন (৪৫)।

একটি সূত্র জানায় , ওই দিন বাংলাদেশি কয়েকটি নৌকা নাফ নদীতে জাল ফেলতে খুটিঁ পুঁততে যায় । এক পযায়ে তারা মিয়ানমার সীমান্তে চলে যায়। এ সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ধাওয়া করে বাংলাদেশি ওই ৩ জেলে আটক করে নিয়ে যায়। এসময় নাফ নদী সাঁতরিয়ে এক জেলে পালিয়ে আসেন। পরে শুক্রবার ৩ জেলের স্বজনরা দেশি জেলেদের ফেরত আনতে ২ বিজিবি ব্যাটলিয়ান কমান্ডার বরাবর আবেদন করেন।

২ বিজিবি ব্যাটলিয়ান ভারপ্রাপ্ত অধিনায়ক আবু রাসেল সিদ্দিকী জানান, বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশি জেলেদের ফেরত আনার ব্যবস্থা করা হবে।

Post a Comment

Previous Post Next Post