ছিনতাই হওয়া ৭০ লাখ টাকা উদ্ধার

ছিনতাই হওয়া ৭০ লাখ টাকা উদ্ধার
বিশেষ প্রতিনিধিঃ দুপুরে নগরীর কাজিটুলা থেকে ছিনতাই হওয়া ইউনিলিভারের ৭০ লক্ষ টাকা সন্ধ্যায় বালুচর থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কতোয়ালি থানার এসআই ফয়েজ।

গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বালুচরের আল ইসলাহ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করা হয় বলে জানান তিনি। এসময় দু'জনকে আটক করা হয় ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন নগরীর জালালাবাদ থানাধীন নোয়াগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে আনুর হক ও বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের চাঁনপুর গ্রামের মজর আলীর ছেলে কাওসার আহমদ।

রোববার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কাজিটুলা থেকে ইউনিলিভারের ৭০ লাখ টাকা ছিনতাই করে নেয় ছিনতাইকারিরা।

ছিনতাই হওয়া ৭০ লাখ টাকা উদ্ধার
জানা যায়, আম্বরখানা বড়বাজারের ডিপো অফিস থেকে ২ জন হিসাব রক্ষক একটি প্রাইভেট কার (নং সিলেট খ-১১-০১৬৯) যোগে নগদ ৭০ লাখ টাকা নিয়ে এক্সিম ব্যাংক জিন্দাবাজার শাখায় যাচ্ছিলেন। তারা উত্তর কাজিটুলার কাহের মিয়ার গলি নামক স্থানে আসার পর ৪টি মোটর সাইকেল ও ১টি সিএনজি অটোরিকশা যোগে একদল ছিনতাইকারি গাড়িটির গতিরোধ করে এবং তারা গাড়িটি ভাংচুর করে ৭০ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

Post a Comment

Previous Post Next Post