হ্যালোইনের ভৌতিক সাজে সানি লিওন

হ্যালোইনের ভৌতিক সাজে সানি লিওন
বিনোদন ডেস্কঃ বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন সাজতে খুব ভালো বাসেন। যেকোন উৎসব উপলক্ষ্যে তিনি সবসময়ই থেকেছেন ভিন্ন ভিন্ন মুডে। তাই তিনি এবার ক্যামেরা বন্দী হলেন ভূতুড়ে বেশে। বলে না দিলে হয়ত কেউ চিনতেই পারবে না যে এটাই আসলেই অভিনেত্রী সানি।

সম্প্রতি হ্যালোউইন উৎসব উপলক্ষ্যে ভূতুড়ে সাজে পার্টি করলেন এই বিতর্কিত অভিনেত্রী। সঙ্গে ছিলেন স্বামী ড্যানিয়েল ওয়েবার। তবে এবার বলিউড ডিভা সানি লিওন হ্যালোইন ডে'তে যেমন সেজেছেন, তাতে আঁতকে উঠবে অনেকেই।

Post a Comment

Previous Post Next Post