কুলাউড়ার সাফল্যগাঁতা এক পরিবার

কুলাউড়ার সাফল্যগাঁতা এক পরিবার
বিশেষ প্রতিনিধি: জীবনের কন্টকার্কীণ পথ পেরিয়ে এগোতে হয় সবাইকেঅসীম প্রত্যয়ে যে স্বপ্ন বুনে, সেই বাধা পেরিয়ে এগিয়ে চলে সম্মুখপানেতেমনি এক পরিবার আব্দুল আলীম চৌধুরী (মঞ্জুর চৌধুরী) ও তাঁর স্ত্রী নিপা হক চৌধুরী দম্পতির বাধা পেরোনোর গল্পমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর (মহলাল) গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলিম চৌধুরীতাঁর স্ত্রী নিপা হক চৌধুরী সিলেটর খাদিমনগর এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়েপড়াশুনা শেষ করে আব্দুল আলিম চৌধুরী শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত করেনপ্রথমে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ, তারপর সিলেট পুলিশ লাইন হাইস্কুলে দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেনআব্দুল আলিম চৌধুরী ও নিপা হক চৌধুরী দম্পতির ঘরে চার সন্তান রয়েছেনবড় ছেলে মো. আব্দুল মুমিত চৌধুরী ওরফে শাওন চৌধুরী বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরত রয়েছেনতাঁর স্ত্রী মোনালিছা মিতাও বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে কর্মরততাদের ঘরে ফারিস্তা হক চৌধুরী নামের একটি কন্যা সন্তান রয়েছে

কুলাউড়ার সাফল্যগাঁতা এক পরিবার

আব্দুল আলিম চৌধুরীর দ্বিতীয় ছেলে মো. আব্দুল মুয়িদ চৌধুরী ইতালি ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ে কৃষি ট্যাকনোলজি বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য অধ্যায়নরত রয়েছেনতৃতীয় ছেলে মো. আব্দুল মুকসিত চৌধুরী ওরফে নবীন চৌধুরী ঢাকাস্থ আশা বিশ্ব বিদ্যালয়ে এবং ছোট ছেলে মো. আব্দুল মুহাইমিন চৌধুরী শাদমান বিএফ শাহীন স্কুল এন্ড কলেজে নবম শ্রেণিতে অধ্যায়নরত আছেন


আব্দুল আলীম চৌধুরী ও নিপা হক চৌধুরী জানান, তাদের সন্তানেরা পড়াশুনা শেষ করে নিজেদের জীবন গড়ার পাশাপাশি মানুষের কল্যাণে যাতে কাজ করে যেতে পারে সেভাবেই তাদেরকে গড়ে তুলেছেনএতে তারা আল্লাহপাকের শোকরিয়া আদায়সহ সকলের দোয়া কামনা করেছেন

Post a Comment

Previous Post Next Post