মানুষের মাংস বিক্রি !

মানুষের মাংস বিক্রি !
অনলাইন ডেস্কঃ সত্যি, আজব এক পৃথিবী। মানুষের মাংসও কিনা বিক্রি হয়। বিশ্বাস না হলেও সম্প্রতি একটি ভিডিও বিপুল সংখ্যক মানুষ দেখেছেন। যেখানে দেখা যাচ্ছে, চীনের একটি কারখানায় মানুষের মাংস টিনে ভর্তি করা হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এমনও শোনা যাচ্ছে যে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে মানুষের মাংস আমদানি করছে চীন। আর সেই মাংস টিনে ভর্তি করে চলে যাচ্ছে পৃথিবীর নানা প্রান্তে।খবর জি নিউজের।
যদিও মানুষের মাংস টিনে ভর্তি করে বিক্রির অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে চীন। তারপরও ভিডিওটি দেখে চোখ কপালে উঠার মতো অবস্থা মানুষের।

Post a Comment

Previous Post Next Post