স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকে’র উদ্যোগে প্রবাসী কমিউনিটি নেতা সংযুক্ত আরব আমিরাতের আল-আইন মহানগর আ’লীগের সাবেক সভাপতি ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকামান হোসাইন আনু’কে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। ২৬ অক্টোবর সন্ধ্যায় সীমান্তের ডাক কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সীমান্তের ডাকে’র সম্পাদকমন্ডলীর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে ও সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেনের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন লোকমান হোসাইন আনু। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা শ্রমিকলীগের সাবেক আহ্বায়ক আব্দুল কাদির, সীমান্তের ডাকের চিফ রিপোর্টার এস আলম সুমন, প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক শামছুল ইসলাম, সীমান্তের ডাকের রাউৎগাঁও প্রতিনিধি এসএইচ সৈকত, রাশীদ আলী ফাউন্ডেশনের সদস্য শিরীন আক্তার চৌধুরী মুন্নী, বরমচাল ইউপি’র সাবেক মহিলা সদস্য রানু বেগম, ব্যবসায়ী সুয়েব আহমদ, ইসলাম উদ্দিন, মিন্টু দাস ও রিয়াজ আহমদ প্রমুখ। বক্তব্য শেষে অনুষ্ঠানে উপস্থিত সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য যে বাংলাদেশ আ’লীগের জাতীয় কাউন্সিলে যোগদানের জন্য সংক্ষিপ্ত সফরে গত ২২ তারিখ তিনি দেশে এসেছিলেন।