বিশ্বের সবচেয়ে পেঁচানো রাস্তা

বিশ্বের সবচেয়ে পেঁচানো রাস্তা
অনলাইন ডেস্কঃ চমকে যাওয়ার মতো ছবি। তফাৎ শুধু চারপাশের ভবনগুলো। তা না থাকলে নদীপথকেও হার মানাতে পারত আমেরিকার স্যান ফ্র্যান্সিসকোর লম্বার্ড স্ট্রিট। মোট ৮টি বাঁক রয়েছে খাঁড়া এই রাস্তার। যা এই রাস্তাটিকে বিশ্বের সবচেয়ে পেঁচানো রাস্তার তকমা দিয়েছে। দেখতে সুন্দর ও আকর্ষণীয় হওয়ায় স্থানীয় প্রশাসনের হিসাব অনুযায়ী, বছরে অন্তত ২০ লাখ পর্যটক এই রাস্তার বাঁক পরিদর্শনে আসেন।

সান ফ্র্যান্সিসকোর পূর্ব-পশ্চিমে অবস্থিত লম্বার্ড স্ট্রিট। বার্ডভিউ বা আকাশপথ থেকে দেখলে লম্বার্ড স্ট্রিটকে নদীর মতোই লাগবে। এর চারপাশে রয়েছে ফুলের বাগান। শুধুমাত্র ৮টি বাঁকের জন্য মূল রাস্তার দৈর্ঘ্য ৩০ শতাংশ বেড়ে গেছে।

দর্শনার্থীদের জন্য অদ্ভুত এই রাস্তাটি এতদিন উন্মুক্ত ছিল। তবে, এবার লম্বার্ড স্ট্রিটে পরিদর্শনের ওপর কর বসানোর চিন্তা-ভাবনা করছে প্রশাসন। বাঁকা রাস্তাটি কাছ থেকে এক নজর দেখতে আসা জনতার স্রোতকে নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। প্রাথমিকভাবে ট্রাফিক পুলিশ বসিয়ে কিংবা টোল ট্যাক্স নিয়ে এই ভিড় নিয়ন্ত্রণ করার চিন্তা-ভাবনা চলছে।

Post a Comment

Previous Post Next Post