এক মানচিত্রে ১৩০টি বিমানবন্দরের ওয়াইফাই পাসওয়ার্ড!

এক মানচিত্রে ১৩০টি বিমানবন্দরের ওয়াইফাই পাসওয়ার্ড!
অনলাইন ডেস্কঃ দু' একটি পাসওয়ার্ড মনে রাখতে হিমশিম খেতে হয়। আর বিশ্বের ১৩০টি আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়াইফাই পাসওয়ার্ড। সে তো অনেক কঠিন। লিখে রাখতে হবে। কিন্তু বিষয়টি সহজ করে দিয়েছেন অনীল পোলাত নামের কম্পিউটার সিকিউরিটি ইঞ্জিনিয়ার ও ট্রাভেল ব্লগার।

তিনি এমন একটি মানচিত্র তৈরি করেছেন যাতে ১৩০টি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতি মুহূর্তের আপডেট রয়েছে। তাই অন্যান্য তথ্যের মতো আলাদা করে প্রত্যেকটি বিমানবন্দরের পাসওয়ার্ডও লিখে রাখার প্রয়োজন হবে না। মানচিত্রটি আপনার কাছে থাকলে বিমানবন্দরে নেমে ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেক করে ইন্টারনেটে প্রবেশ করা যাবে খুব সহজে।

ইন্টারেক্টিভ ম্যাপটিতে নির্দিষ্ট বিমানবন্দরের ওপর ক্লিক করলেই উইন্ডোর বা দিকে ওই বিমানবন্দরের ওয়াইফাই পাসওয়ার্ড পাওয়া যাবে। সামনে এই মানচিত্রে আরও অনেক বিমানবন্দরের আপডেট দেয়া হবে বলে জানিয়েছেন অনীল পোলাত।

Post a Comment

Previous Post Next Post