স্টাফ রিপোর্টারঃ “ নৃত্যের ছন্দে জাগো আনন্দ” শ্লোগানকে সামনে রেখে নৃত্য কণা কুলাউড়ার উদ্যোগে ৫দিন ব্যাপী ভরত নাট্যম নৃত্য কর্মশালার সনদ বিতরণ করা হয়েছে। ৫ অক্টোবর বুধবার বিকালে কুলাউড়া জনমিলন কেন্দ্রে শিল্পকলা একাডেমীর শিক্ষক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল এর পরিচালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনষদের শিক্ষক ও কর্মশালার প্রশিক্ষক বেলায়েত হোসেন খান, দি নিউ নেশন প্রতিনিধি ও সাপ্তাহিক কুলাউড়ার ডাকের বার্তা সম্পাদক এম মছব্বির আলী, জাতীয় সাপ্তাহিক অর্থকাল’র মৌলভীবাজার ব্যুরো চীফ মাহফুজ শাকিল, রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের আইন সম্পাদক আব্দুল জালাল বাবলু, দৈনিক সংবাদ প্রতিদিনের কুলাউড়া প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক অবিনাশ দেব, ব্যবসায়ী আলাউদ্দিন আহমদ প্রমুখ। উল্লেখ্য, ৫দিন ব্যাপী ভরত নাট্যম নৃত্য কর্মশালায় যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে এই সনদ বিতরণ করা হয়।