স্পোর্টস ডেস্কঃ
সেল্তা ভিগো রোববার রাতে নিজেদের মাঠে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনাকে
হারিয়ে দিয়েছে। লুইস এনরিকের দল ৪-৩ গোলে হারে সেল্তা ভিগোর কাছে।
ম্যাচের
একাদশ মিনিটে লুইস সুয়ারেস ইনজুরিতে পড়া লিওনেল মেসিহীন বার্সাকে এগিয়ে
নিতে জোড়ালো শট নিলে তা আটকে দেন সেল্তার গোলরক্ষক। তবে ২২তম মিনিটে
বার্সার জালে ঠিকই বল পাঠিয়ে দেন ডেনমার্কের উইঙ্গার পিয়োনে সিসতো। আসপাসকে
ঠেকাতে ব্যর্থ হলে আরেকটি গোল খেলে ২-০ গোলে পিছিয়ে যায় বার্সা।
তবে
৩৩তম মিনিটে এবার ডি-বক্সে আসপাসের বাড়ানো বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের
জালেই ঢুকিয়ে দেন ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ। ফলে প্রথমার্ধেই কোনো
গোল না দিয়ে ৩ গোল খেয়ে ফেলে বার্সেলোনা।
বিরতির
পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকা বার্সেলোনা ব্যবধান কমায় ৫৮তম মিনিটে।
বদলি হিসেবে নামা আন্দ্রেস ইনিয়েস্তার ক্রসে লাফিয়ে উঠে দারুণ হেডে বল
জালে পাঠান পিকে।
৬৪তম
মিনিটে পেনাল্টি থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে ব্যবধান ১ গোলে কমিয়ে আনেন
নেইমার। পাবলো এর্নান্দেস জার্সি টেনে আন্দ্রে গোমেসকে ফেলে দেওয়ায় স্পট
কিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
বার্সেলোনার
সমতা ফেরানোর চেষ্টার মাঝেই ৭৭তম মিনিটে ব্যাকপাস বিপদমুক্ত করতে গিয়ে শট
মারেন এগিয়ে আসা এর্নান্দেসের দিকে! এতে বল তার মাথায় লেগে জালে ঢুকে যায়।
৮৭তম
মিনিটে ডান পাশ থেকে দেনিস সুয়ারেসের ক্রসে আবার হেডে গোল করে সমর্থকদের
মনে আশা জাগান পিকে। তবে শেষ সময়টায় আর সমতায় ফেরার গোল পায়নি
চ্যাম্পিয়নরা।