কুলাউড়ায় রৌপ্যকাপ এন্ড রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

কুলাউড়ায় রৌপ্যকাপ এন্ড রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে স্থানীয় দূর্বার সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে আন্তঃইউনিয়ন ওয়ার্ডভিত্তিক রৌপ্যকাপ এন্ড রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত শনিবার (০১ অক্টেবর) উপজেলার বরমচাল স্কুল এন্ড কলেজ খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ০৯ নং ওয়ার্ডকে ট্রাইব্রেকারে ৪-৫ গোলে হারিয়ে ২ নং ওয়ার্ড চ্যাম্পিয়ান হয়। খেলা পরবর্তী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ইউপি ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো: ফযেজ উদ্দিনের সঞ্চালনায় ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মো: ফারুক আহমদ সুন্দর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো: আজিজুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, সমাজসেবক খোরশেদ আলম খান সুইট, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি বকশি ইকবাল, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, ইউপি যুবলীগ নেতা আবুল হোসেন খসরু উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলাল খান, উপজেলা ছাত্রলীগ নেতা মো: আলী চৌধুরী তরিক ও তরুন সংগঠক তোফায়েল আহমদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আজীবন সহ সভাপতি এমএ সিতাব চৌধুরী, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রউফ চৌধুরী তুতি, সমাজসেবক মো: আনার উদ্দিন, ইউপি সদস্য মোতাহির হোসেন শিশু উদ্দিন, আশরাফুল ইসলাম রাজিব, চন্দন কুর্মি প্রমুখ। খেলা পরিচালনা করেন রেফারী তাজুল ইসলাম সাইকুল, সোহেল আহমদ, ফখরুল ইসলাম। খেলায় ধারাভাষ্য দেন রিয়াজ আহমদ। খেলা শেষে চ্যাম্পিয়ান দলের ম্যানেজার যুবলীগ নেতা মো: সুমন উদ্দিনের হাতে প্রথম পুরস্কার তুলে দেন অতিথিরা।

Post a Comment

Previous Post Next Post