এমসি কলেজে ছাত্রীকে কুপিয়ে জখম

এমসি কলেজে ছাত্রীকে কুপিয়ে জখম
অনলাইন ডেস্কঃ সিলেট মুরারিচাঁদ কলেজ (এমসি) ক্যাম্পাসের ভেতরেই খাদিজা বেগম (২৩) নামক এক শিক্ষার্থীকে এলোপাথাড়ি কুপিয়েছে এক শাবিপ্রবি শিক্ষার্থী। পরে শিক্ষার্থীরা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত খাদিজা বেগম সিলেট সরকারি মহিলা কলেজের ইসলামিক ইতিহাসের শিক্ষার্থী ও নগরীর আখালিয়া এলাকার মাশুক মিয়ার মেয়ে। তার উপর হামলাকারী বদরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৩ অক্টোবর) বিকেলে সিলেট মুরারি চাঁদ কলেজে বিএ পরীক্ষা দিতে আসা সিলেট সরকারি মহিলা কলেজের ওই ছাত্রী ক্যাম্পাসের পুকুর পাড়ে দাঁড়ানো অবস্থায় হঠাৎ এলোপাথাড়ি কোপাতে থাকে এই যুবক। পরে অন্য শিক্ষার্থীরা ওই যুবককে ধাওয়া করে গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় খাদিজাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে এ ঘটনার প্রেক্ষিতে খাদিজার সহপাঠীরা মুরারি চাঁদ কলেজ সংলগ্ন টিলাগড় পয়েন্টে এসে বিক্ষোভ ও অবরোধ করে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) বাসুদেব বনিক বলেন, হামলাকারী যুবককে আটক করা হয়েছে, সে শাবি শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঘটনাটি প্রেম সম্পর্কিত কারণে ঘটেছে বলেই ধারণা করা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জিজ্ঞাসাবাদ শেষে জানাে যাবে। এছাড়াও এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সুত্রঃ সিলেট টুডে

Post a Comment

Previous Post Next Post